গমক্ষেতে নিয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১৫ মার্চ ২০২৩

ফরিদপুরের সালথায় প্রেমিককে মারধর করে মাদরাসাছাত্রীকে গমক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগে আরিফ খান (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মার্চ) রাতে পাশের নগরকান্দা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরিফ খান উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের আহম্মদ খানের ছেলে। পেশায় কৃষক ওই যুবক এলাকায় বখাটে হিসেবে পরিচিত।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির পাশে একটি জমিতে প্রেমিকের সঙ্গে গল্প করছিল ওই মাদরাসাছাত্রী। তাদের এক সঙ্গে গল্প করতে দেখে অভিযুক্ত আরিফ ও তার দুই সহযোগী মারুফ মাতুব্বর (২১), ইমন মাতুব্বর (২২) মারধর করে প্রেমিককে ভাগিয়ে দেন। পরে ওই ছাত্রীকে জোরপূর্বক পাশের গমক্ষেতে নিয়ে ধর্ষণ করেন আরিফ খান। এ সময় মারুফ ও ইমন সেখানে পাহারা দেন। পরে মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যান। রাতে ওই ছাত্রীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক বলেন, ওই মাদরাসাছাত্রীকে উদ্ধার করা হয়। তাকে ডাক্তারি পরীক্ষা করা হয়। তাতে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এ ঘটনা একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।