উখিয়ায় একই স্থানে ঘণ্টার ব্যবধানে ঝরলো ২ প্রাণ
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার বালুখালী টাওয়ার সংলগ্ন ঢালুতে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত তিনজন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতদের মধ্যে একজন পিকআপচালক রাফি মিয়া (২৫)। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর তাজনিমারখোলা এলাকার মৃত আবুল কাসেমের ছেলে। বাকি হতাহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (১৫ মার্চ) রাত ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালী টিভি টাওয়ার এলাকায় কাভার্ডভ্যান ও মিনি পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপচালক রাফি নিহত হয়। আহত হন তার সঙ্গে থাকা দুই সহকারী। পরে তাদের কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে, একই স্থানে রাত ৯টার দিকে একটি অ্যাম্বুলেন্স উল্টে একজন নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করলেও নিহতের পরিচয় জানা যায়নি। তবে, নিহত ব্যক্তি রোহিঙ্গা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এসময় আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
উখিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টেকনাফমুখী দ্রুতগামী কাভার্ডভ্যানটি ঢাল দিয়ে নামার সময় বিপরীতমুখী মালবাহী পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশের সদস্যরা তিনজনকে উদ্ধার করে এমএসএফ হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাইফুল আরও বলেন, একই স্থানে ঘণ্টাখানেক পর একটি অ্যাম্বুলেন্স উল্টে আরেকজন নিহত হন। স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সঙ্গে কথা বলে হতাহতের পরিচয় শনাক্তের কাজ চলছে। গাড়িগুলো জব্দ করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এমআরআর/এএসএম