শেরপুরে ডলার প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ১৬ মার্চ ২০২৩

শেরপুরে ডলার প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৬ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

বুধবার (১৬ মার্চ) রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের তিনানী ভেলুয়া মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হচ্ছেন- জামালপুরের ইসলামপুর উপজেলার নতুন মালমারা এলাকার মৃত সমেজ উদ্দিনের ছেলে মো. মামুদ আলী (৩৮) ও মৃত তৈনুজ মণ্ডলের ছেলে মো. বাদশা মণ্ডল (৩৪)।

আরও পড়ুন: ডলার প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার 

এ বিষয়ে পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, উপজেলার তিনানী ভেলুয়া মোড় এলাকায় অভিযানকালে একটি মোটরসাইকেলে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরে ওই ব্যাগ তল্লাশি করে ৬ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে মামুদ আলী ও বাদশা মণ্ডল ডলার জালিয়াতি চক্রের সদস্য বলে জানতে পারে পুলিশ। ওই ঘটনায় বৃহস্পতিবার নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে মো. সোলেমান মামলা করেছেন।

ইমরান হাসান রাব্বী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।