বেনাপোলে ভারতীয় নাগরিকসহ ৬ চোরাকারবারি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১৬ মার্চ ২০২৩

যশোরের বেনাপোলে ভারতীয় নাগরিকসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ শাড়িসহ বিভিন্ন ধরনের প্রসাধনী জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে বেনাপোলের ছোট আঁচড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: বিদেশি সিগারেটসহ চোরাকারবারি গ্রেফতার

গ্রেফতাররা হলেন- ভারতের উত্তর ২৪ পরগনার জাদবপুর গ্রামের আজগর মণ্ডলের ছেলে কুদ্দুস মণ্ডল, যশোরের কোতোয়ালি থানার রামনগর খাঁপাড়া গ্রামের মৃত আব্দুস সুবহানের ছেলে মানিক মিয়া, বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আলী হোসেন, একই থানার ছোট আঁচড়া গ্রামের মৃত সালেক শেখের ছেলে তরিকুল ইসলাম, গাতিপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ইমরান হোসেন ও সাদীপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে তানভীর হোসেন।

নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নাগরিকসহ ছয়জনকে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারদের নামে মামলা দিয়ে শুক্রবার সকালে আদালতে পাঠানো হবে।

জামাল হোসেন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।