পাঁচলাইশে বিদেশি সিগারেটসহ চোরাকারবারি গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকা থেকে বিদেশি সিগারেটসহ মো. নিজাম উদ্দিন (২৪) নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে পাঁচলাইশ থানাধীন নবাব ভোজ রেস্তোরাঁর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নিজাম উদ্দিন কুমিল্লা নাঙ্গলকোট থানাধীন মানরা গ্রামের মো. মাহবুবুল হকের ছেলে।
শুক্রবার (২৯ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। উদ্ধার হওয়া সিগারেট শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানাধীন নবাব ভোজ রেস্তোরাঁর সামনে থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩২৯ প্যাকেট বিদেশি সিগারেটসহ নিজাম উদ্দিন নামের ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া সিগারেট শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে আমদানি করা। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শুক্রবার সকালে তাকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
ইকবাল হোসেন/এমকেআর