ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ছেলের, হাসপাতালে বাবা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় আব্দুল আলীম (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার বাবা জহির উদ্দিন (৫৮)।
শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল আলীম শাহবাজপুর ইউনিয়নের ভোলামারি গ্রামের জহির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জমিতে কাজ করে বাইসাইকেলে বাড়িতে যাচ্ছিলেন জহির উদ্দিন ও আব্দুল আলিম। মুসলিমপুর মোড়ে পৌঁছালে সোনা মসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন আব্দুল আলিম। আহত জহির উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইন্দ্রজিৎ বর্মণ জানান, ট্রাকচালককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সোহান মাহমুদ/আরএইচ/এএসএম