স্বাস্থ্যমন্ত্রী

যারা সমুদ্রে বাস করে তাদের পানির ভয় দেখিয়ে লাভ নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৯:২৭ এএম, ১৯ মার্চ ২০২৩
ব্রিজের নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

যাদের হাত রক্তে রঞ্জিত তারা আজ হুমকি দেয় দেশ থেকে তাড়িয়ে দেবে। যারা দেশকে স্বাধীন করেছে তাদের তাড়ানো এতো সহজ নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, আওয়ামী লীগ অতোটা ভঙ্গুর কিংবা দুর্বল সংগঠন নয়। যারা সমুদ্রে বাস করে তাদের পানির ভয় দেখিয়ে লাভ নেই।

শনিবার (১৮ মার্চ) বিকেলে এলজিইডি ও শিক্ষা প্রকৌশলী বাস্তবায়নে মানিকগঞ্জের আটিগ্রাম গাজীখালী নদীর ওপর ৭০ মিটার ব্রিজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ও আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, করোনার সময় কি বিএনপি-জামায়াতকে পাশে পেয়েছিলেন। তারা সাহায্য করে নাই। তারা দুঃসময়েও নাই, সুসময়েও নাই, তারা শুধু পেছন দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। তাদের কাজ শুধু ক্ষমতায় যাই, সারের লুটপাট করি, বিদ্যুতের লুটপাট করি। বিভিন্ন জায়গায় লুটপাট করি আর মৌলবাদের উত্থান করি।

জাহেদ মালেক বলেন, ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই। পেছন দরজা দিয়ে আমরা আসতে দেবো না। যারা এদেশের স্বাধীনতা চায়নি, তাদের দিয়ে কোনো উন্নয়ন হবে না। দেশের মানুষ কখনও শান্তিতে থাকতে পারবে না।

আটিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম দুলাল হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এ বি এম হেলাল উদ্দিন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুল হক, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতিস্বর পাল, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাবেক সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, স্থানীয় চেয়ারম্যান নুর-এ আলম সরকার, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।

বি.এম খোরশেদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।