ভোমরা বন্দরে পেঁয়াজ মজুতের বিরুদ্ধে অভিযান, জরিমানা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পেঁয়াজ মজুদের অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
রোববার (১৯ মার্চ) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন এ অভিযান পরিচালনা করেন।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জাগো নিউজকে জানান, আমদানি বন্ধের পর বন্দরের অভ্যন্তরে পেঁয়াজ মজুত করা হচ্ছে। দাম বেশি পাওয়ার লোভে ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত রাখছে। এর বিরুদ্ধে সকালে অভিযান চালানো হয়।
এসময় ভোমরা বন্দরের শুভ এন্টারপ্রাইজের মালিক বিকাশ চন্দ্রকে ১০ হাজার, রাফসান এন্টারপ্রাইজের মিজানুর রহমানকে ২৫ হাজার, এস আর এন্টারপ্রাইজের মালিক সাদ্দাম হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিশি এন্টারপ্রাইজের মালিক খোরশেদ আলমের কাছ থেকে মুচলেকা নেন ভ্রাম্যমাণ আদালত।
গত ১৫ মার্চ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ। কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় পেঁয়াজ মজুত করছেন। এতে পেঁয়াজের বাজারে অস্থিরতা বাড়ছে। ফলে পর্যাপ্ত পেঁয়াজ থাকা সত্ত্বেও সিন্ডিকেটের কারণে দেশের বাজারে বেড়েছে পেঁয়াজের দাম।
খোঁজ নিয়ে জানা যায়, খুচরা বাজারে ভারতীয় প্রতি কেজি পেঁয়াজের দাম ৪-৫ টাকা বেড়েছে। এক কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়, যা কয়েকদিন আগেও ছিল ২৮-৩০ টাকা।
আহসানুর রহমান রাজীব/এএইচ/এএসএম