একসঙ্গে গাভির চার বাছুর প্রসব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ১৯ মার্চ ২০২৩

দিনাজপুরের পার্বতীপুরে একসঙ্গে চারটি বাছুর দিয়েছে একটি গাভি। রোববার (১৯ মার্চ) দুপুরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ডাড়ারপাড় গ্রামের এ ঘটনা ঘটে।

গাভির মালিক রমজান আলী জানান, ব্যবসার পাশাপাশি বাড়িতে ফ্রিজিয়ান জাতের গাভি পালন করি। দুপুরে গাভিটি চারটি বাছুর জন্ম দেয়। একে একে চারটি বাছুর স্বাভাবিক প্রসব হওয়ায় আমরা অবাক হয়েছি।

তিনি জানান, গাভিটি কৃত্রিম প্রজনন করাই। স্বামী-স্ত্রী মিলে আমরা বাড়িতে ফ্রিজিয়ান জাতের পাঁচটি গাভি পালন করি। পেটে বাচ্চা আসার পর থেকে সেবাযত্ন আরও বেড়ে যায়। আমাদের কষ্ট স্বার্থক হয়েছে। বাছুর চারটি ও গাভি সুস্থ আছে।

স্থানীয় পশু চিকিৎসক মো. নুর আলম বলেন, গাভিটিকে কৃত্রিম প্রজনন করানো হয়েছিল। বাছুরগুলো ও গাভি পুরোপুরি সুস্থ রয়েছে।

এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।