রমজানে হোটেলে পোড়া তেল পেলেই কঠোর ব্যবস্থা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০২:০২ পিএম, ২০ মার্চ ২০২৩

আসন্ন রমজানে হোটেল-রেস্তোরাঁ ও নিত্যপণ্যের বাজারে সর্বোচ্চ মনিটরিংয়ের কথা জানিয়েছেন ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

তিনি বলেন, জেলার কোনো হোটেল-রেস্তোরাঁয় পোড়া তেল ব্যবহার করলে, কোনো দোকানি মূল্যের ট্যাগ পরিবর্তন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

সোমবার (২০ মার্চ) দুপুরে আসন্ন রমজানের পবিত্রতা বজায় রাখা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ফেনীতে প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, এনএসআইর উপ-পরিচালক দেওয়ান মানোয়ার হোসেন।

jagonews24

বক্তব্য দেন- ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সহ-সভাপতি আবুল কাশেম, ফেনী শহর ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী পৌরসভার কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, ফেনী বড় মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ, ইসলামী ফাউন্ডেশন ফেনীর উপ-পরিচালক মীর মোহাম্মদ নেয়ামত উল্লাহ, জেলা তথ্য কর্মকর্তা আল আমিন, হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আফসার কবির শাহজাদা, ফায়ার সার্ভিস কর্মকর্তা জাকির হোসেন, গণমাধ্যম কর্মী বখতিয়ার ইসলাম মুন্না, দিলদার হোসেন স্বপন, জমির উদ্দিন বেগ, নজির আহমদ রতন, নাজমুল হক শামীম।


আবদুল্লাহ আল-মামুন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।