বান্দরবানে নিহত বেড়ে ৬
ভিজিডির চাল নিতে যাওয়াই হলো শেষযাত্রা

বান্দরবানের রুমায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। সোমবার (২০ মার্চ) দুপুর দেড়টায় রুমা-কেউকারাডং সড়কের বগালেক এলাকার ঢালুতে এ দুর্ঘটনা ঘটে। রেমাক্রি প্রাংশা ইউপি চেয়ারম্যান জির বম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বান্দরবানের অতি প্রত্যন্ত ও দূর্গম এলাকাগুলোর মধ্যে রুমা উপজেলার রেমাক্রি প্রাংশা ইউনিয়ন একটি। রুমা সদর উপজেলা থেকে প্রায় ৩৫-৪০ কিলোমিটার দূরত্বে অবস্থান রেমাক্রি প্রাংশা ইউপির ৩ নম্বর ওয়ার্ড থেইক্যং পাড়া। ৮০ পরিবারের প্রায় সাড়ে ৩০০ মানুষের বসবাস পাড়াটিতে। একমাত্র জুমচাষই তাদের জীবিকার একমাত্র অবলম্বন।
নেই তেমন অধুনিক সুবিধাও। সেখান থেকে ভিজিডির ৪৮০০ টাকা ও চাল নিতে রুমা বাজার যাওয়ার পথে সোমবার সড়ক দুর্ঘটনায় একই পাড়ার ৫ নারী ও চালকসহ ৬ জন নিহত হন।
নিহতরা হলেন- রুমা রেমাক্রি-প্রাংশা ইউপির থেইক্যাং পাড়ার বাসিন্দা হামনয় কারবারির (পাড়া প্রধান) দুই মেয়ে লিম ময় বম (৩৭) ও ভারকিম বম (৪২), জিং হোম বম (৫০), সংখুভ বমের মেয়ে লাল সিয়াম বম (১৬), নেমখুভ বমের মেয়ে নুন থার ময় বম (৩৭)ও ট্রাকচালক। তবে চালকের পরিচয় পাওয়া যায়নি।
এই ঘটনায় আহত ৯ জন হলেন, লাল পিয়ান কিম বম, পারকুম বম, লমকিল বম, পারেংময় বম, টিয়াল হাই বম, জিংরাম সিয়াম, জিরনুন ময় বম, লুংপেম বম, লাল খংয়াই বম ও লাভলি বম। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, দূর্গম এলাকা হওয়ায় সরকারি সহায়তার বিভিন্ন পণ্য নিয়েও ডিলাররা যান না ওই এলাকায়। ফলে সরকারি বা আধুনিক যেকোনো সহায়তা নিতে হলে প্রায় ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসতে হয় রুমা সদরে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা মেটাতে রুমা বাজারই একমাত্র ভরসা।
প্রতিবারের মতো এবারও ভিজিডির টাকা ও চাল নিতে সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত মিনিট্রাকে করে রুমা বাজারে যাওয়ার পথে বগালেক এলাকার ঢালুতে নামার সময় পেছনে থাকা অন্য একটি মিনিট্রাক ব্রেক ফেইল হয়ে সামনে থাকা ট্রকটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকগুলো উল্টে গিয়ে ঘটনাস্থলে ৫ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত হন গাড়িতে থাকা আরও ১০-১২ জন।
রেমাক্রি প্রাংশা ইউপি চেয়ারম্যান জিরা বম জানান,
শুকনা মৌসুমে কোনোরম জিপ গাড়ি পাড়ায় পৌঁছালেও বর্ষা মৌসুমে তাদের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ থাকে। এলাকাটি দূর্গম হওয়ায় সরকারি সুযোগ সুবিধা নিতে হলে রুমা বাজারে গিয়ে নিতে হয়। ওয়ার্ড ভিত্তিক টিসিবি পণ্য পৌঁছানোর কথা থাকলেও ডিলাররা যান না ওই এলাকায়। ভিজিডির টাকা কিংবা চাল নিতেও আসতে হয় রুমা বাজারে। সড়কগুলো অতি খাড়া ও আকাবাঁকা মোড় থাকায় এই পথে যাতায়াত খুবই বিপজ্জনক। ফলে প্রায়ই কমবেশি দুর্ঘটনা ঘটে রুমা কেউকারাডং সড়কটিতে।
তিনি আরও বলেন, আজ সরকারি সহায়তা (ভিজিডির টাকা ও চাল) নিতে থেইক্যং পাড়া থেকে রুমা বাজারে যাওয়ার পথে দুর্ঘটনায় থেইক্যাং পাড়ার ৫ জন নিহত হন। এছাড়া এই ঘটনায় ট্রাকচালকও নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জাগো নিউজকে জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ। এছাড়া আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান হাসপাতালে পাঠানো হচ্ছে।
নয়ন চক্রবর্তী/এফএ/জিকেএস