বন্দরে সিগারেট আটকের ঘটনায় মামলা


প্রকাশিত: ০৯:১০ এএম, ০৩ মার্চ ২০১৬

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ভর্তি সিগারেট আটকের ঘটনায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর বন্দর থানায় মামলাটি দায়ের করেন কাস্টমস কর্তৃপক্ষ।

গত ১ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ওই কন্টেইনারটি জব্দ করে। গার্মেন্টস পণ্য আমদানির ঘোষণা দিয়ে সাকি শিপিং লাইনের মাধ্যমে কন্টেইনারটি আনা হয়েছিল।

মামলায় পণ্য চালানটি খালাসের দায়িত্বে থাকা সিঅ্যান্ডএফ এজেন্ট ফোর স্টার ট্রেডিং কোম্পানির মালিকসহ তিনজনের নাম উল্লেখ করে আমদানিকারক জেনেটিক ফ্যাশনকে আসামি করা হয়েছে। এছাড়া আরো বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলার বাদী কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মামুন মিয়া সরকার জানান, ফোর স্টার ট্রেডিং কোম্পানির প্রোপাইটর কামির হোসাইন, কর্মচারি কাইয়ুম হোসেন ও মো.জসিমকে মামলায় আসামী করা হয়েছে।

প্রসঙ্গত, ঢাকার সাভারের আমদানিকারক প্রতিষ্ঠান জেনেটিক ফ্যাশনের নামে বন্ড সুবিধার আওতায় কন্টেইনারটি আনা হয়। দুবাইয়ের পোর্ট থেকে পণ্য বোঝাই হয়ে মালয়েশিয়ার পোর্ট কেলাং হয়ে জাহাজে করে কন্টেইনারটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।

জীবন মুছা/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।