কুষ্টিয়ায় সবুজ হত্যা মামলায় দুইজনের ফাঁসি


প্রকাশিত: ০৯:১৯ এএম, ০৩ মার্চ ২০১৬

কুষ্টিয়ার দৌলতপুরের দিঘলকান্দী গ্রামে আলোচিত সবুজ হত্যা মামলায় দুই আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুর ১২ টায়  কুষ্টিয়া জজ কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর এ রায় ঘোষণা করেন।

রায়ের দণ্ডপ্রাপ্তরা হলেন- দিঘলকান্দী গ্রামের আমির উদ্দীনের ছেলে ছেলে রুবেল এবং একই এলাকার মুরার ছেলে সুজন।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ৯ সেপ্টেম্বর রুবেল ও সুজন মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দ্যেশে নিহত সবুজকে বাড়ি থেকে ১২ কিলোমিটার দূরে মিরপুর বাজারে পলিথিন কেনার কথা বলে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে মিরপুর রেললাইনের পাশে সবুজের মরদেহ পাওয়া যায়। পরদিন এই ঘটনায় নিহতের চাচা মনিরুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। পরে আসামিরা গ্রেফতার হলে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা বিধান মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ আসামিদের কাছ থেকে ছিনতাই করা মোটরসাইকেল ও মোবাইল উদ্বার করে। সাক্ষ্য ও তথ্য প্রমাণ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক রুবেল ও সুজনকে ফাঁসির আদেশ দেন।

বাদী পক্ষের হয়ে মামলা পরিচালনা করেন কুষ্টিয়া আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) বাবু অনুপ কুমার নন্দী ও বাদীর ব্যক্তিগত আইনজীবী খন্দকার সিরাজুল ইসলাম ।

পিপি (পাবলিক প্রসিকিউটর) বাবু অনুপ কুমার নন্দী বলেন, আসামিদের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দী ও মামলার সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ফলে আদালত সর্বোচ্চ শাস্তি প্রদান করেছে।

আল-মামুন সাগর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।