দেড়কেজি সোনার বারসহ পাচারকারী আটক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:০১ পিএম, ২১ মার্চ ২০২৩

ভারতে পাচারকালে যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে ১৩টি সোনার বারসহ (এক কেজি ৫৫৬ গ্রাম) কামরুজ্জামান ওরফে কামরুল (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গাজীপাড়া গ্রামের জব্বারের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক কামরুল গোগা গ্রামের কুদরত উল্লাহর ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদ ছিল একজন স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে গোগা গ্রামের গাজীপাড়া এলাকা দিয়ে সীমান্তের দিকে যাচ্ছেন। এসময় গোগা ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা তার গতিরোধ করেন। পরে তার দেহ তল্লাশি করে কোমরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৩টি সোনার বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ৫৫৬ গ্রাম। উদ্ধার সোনার বাজার মূল্য এক কোটি ৩১ লাখ টাকা।

বিজিবি অধিনায়ক তানভীর রহমান জানান, আটক কামরুলের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার সোনা ট্রেজারি শাখায় জমা করা হবে।

জামাল হোসেন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।