গোরস্তানে কবর খুঁড়ে ১০ কঙ্কাল চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ২১ মার্চ ২০২৩

ময়মনসিংহ সদর উপজেলার একটি গোরস্তানে ১০টি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২০ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার চর লক্ষ্মীপুর কাছিমুল উলুম গোরস্থানে এই ঘটনা ঘটে।

চর লক্ষ্মীপুর কাছিমুল উলুম গোরস্থান মাদরাসা ও জামে মসজিদের ইমাম মাওলানা এখলাছ উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রাতের কোনো এক সময় গোরস্তানের ১০টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি হয়। সকালে আমরা কেউ বিষয়টি টের পাইনি। বিকেল সাড়ে ৩টার দিকে একজন তার বাবার কবর জিয়ারত করতে এলে কবর খোঁড়া দেখে আমাদের জানান। পরে আমরা গোরস্তানে গিয়ে দেখি ১০টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি হয়েছে।

তিনি বলেন, কবর খুঁড়ে কঙ্কাল চুরির বিষয়টি গোরস্থান কমিটিকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় আব্দুর রশিদ বলেন, কবর খুঁড়ে যে বা যারাই কঙ্কাল চুরি করেছে তাদের আইনের আওতায় এনে কঠিন বিচার দাবি করছি। পরবর্তীতে যেন আর কেউ এমন কাজ করার সাহস না পায়।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন আহমেদ বলেন, আমি অন্য একটা কাজে এই এলাকায় এসেছিলাম। পরে স্থানীয়দের কাছে জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঞ্জুরুল ইসলাম/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।