মুরগির ওজন বেশি দেখানোয় ১০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২২ মার্চ ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কেজি ওজনের একটি মুরগিতে প্রতারণা করে ৩০০ গ্রাম বেশি ওজন দেখানোয় এক দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ মার্চ) দুপুরে জেলা শহরের আনন্দ বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করে।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সহকারী পরিচালক মেহেদী হাসান।

তিনি জানান, আনন্দ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিসমিল্লাহ ব্রয়লার হাউজ নামক এক দোকানে বিক্রির সময় ৩ কেজি ওজনের একটি ব্রয়লার মুরগির ৩০০ গ্রাম ওজন বেশি দেখিয়ে ৩ কেজি ৩০০ গ্রামের মূল্য নিচ্ছিলেন দোকানী। যা আমাদের কাছে হাতেনাতে ধরা পড়ে। এই ঘটনায় ওই দোকানীকে ১০ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও দুজন সবজি ব্যবসায়ীকে এক হাজার করে দুই হাজার এবং একটি মুদি দোকানীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।