ফরিদপুরে ৮ বিদেশি ভাষায় উপস্থাপিত হবে ৭ মার্চের ভাষণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২২ মার্চ ২০২৩

ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিদেশি আটটি ভাষায় উপস্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

jagonews24

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল ৩টায় স্থানীয় শেখ জামাল স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২২ মার্চ) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহ্সান তালুকদার এতথ্য জানান।

jagonews24

জেলা প্রশাসক জানান, বিকেল ৩টায় অনুষ্ঠান শুরু হয়ে ৫টা পর্যন্ত চলবে। এরই মধ্যে অনুষ্ঠান উপলক্ষে ফরিদপুরের শেখ রাসেল স্টেডিয়ামকে প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানে বাংলা ছাড়াও ইংরেজি, স্প্যানিশ, ফ্রাঞ্চ, জাপানিজ, চাইনিজ, হিন্দি, আরবি ও মান্দাবি ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপস্থাপন করা হবে।

মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বময় জোরালোভাবে ছড়িয়ে দিতে এমন আয়োজন করা হয়েছে বলে জানান ডিসি।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।