কিশোর গ্যাং শব্দটি আর শুনতে চাই না: হানিফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ২২ মার্চ ২০২৩

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আগামীকাল থেকে আর কিশোর গ্যাং শব্দটি শুনতে চাই না। সবগুলোকে ধরে আইনের আওতায় আনতে হবে। এদের পক্ষে যারা সুপারিশ করবে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে হবে। প্রশাসন যদি একটিভ হয় তাহলে চুরি-ছিনতাই, মাদক সব বন্ধ হয়ে যাবে। আমার দুর্ভাগ্য এতো সাপোর্ট দেওয়ার পরও প্রশাসন নির্জীব হয়ে যাচ্ছে।

বুধবার (২২ মার্চ) দুপুরে কুষ্টিয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠানের হল রুমে প্রবীণ বন্ধু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে দুই শতাধিক প্রবীণ নারী-পুরুষ অনুষ্ঠানে অংশ নেয়।

আরও পড়ুন: আওয়ামী লীগ বটবৃক্ষ, ধাক্কা দিয়ে ফেলা যাবে না: হানিফ 

হানিফ বলেন, কুষ্টিয়ার প্রশাসন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছে না। ফলে মাদকের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এটা আমার কাছে তথ্য আছে। এ কারণে আমি গোটা প্রশাসনকে চেঞ্জ (পরিবর্তন) করার কথা বলেছি।

সমাবেশে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনকে দেখিয়ে আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ বলেন, যদিও এখানে থানার ওসি আছেন। তিনি সৎ ও ভালো মানুষ। পরহেজগার মানুষ। তিনি ভালো কাজ করতে চান। কিন্তু কেন পারেন না সেটি তিনিই ভালো জানেন।


আল-মামুন সাগর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।