পায়ের মোজায় লুকানো ছিল কোটি টাকার সোনা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২৩ মার্চ ২০২৩

পায়ের মোজায় লুকিয়ে ১০টি সোনার বার ভারতে পাচার করার সময় যশোরের শার্শা উপজেলার জামতলা সীমান্ত থেকে দুজনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি টহলদল সোনার বারগুলো উদ্ধার করে।

আটকরা হলেন নড়াইল সদরের বাহির গ্রামের জাহেদ আলীর ছেলে জাফর আলী (৫২) ও চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার দুধপাতিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন আলী (১৮)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, টহল দল ওই দুই ব্যক্তিকে হাঁটতে হাঁটতে আসতে দেখে তাদের থামতে বলে। পরে তাদের দেহ তল্লাশি করে পায়ের মোজার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১০টি সোনার বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ১৬৭ গ্রাম। বাজারমূল্য প্রায় কোটি টাকা।

বিজিবি অধিনায়ক তানভীর রহমান জানান, আটক দুই পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার সোনার চালানটি ট্রেজারি শাখায় জমা করা হবে।

জামাল হোসেন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।