প্রতিপক্ষের ছোড়া বোমার আঘাতে শিশুসহ আহত ৩

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছোড়া বোমার আঘাতে শিশুসহ তিনজন আহত হয়েছেন। বুধবার (২৩ মার্চ) রাতে সদর উপজেলা কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর এলাকার মৃত আমের আলী মাতুব্বরের ছেলে আয়নাল মাতুব্বর (৬৫), চুন্নু মাতুব্বরের ছেলে আরমান মাতুব্বর (২২) ও আলী খাঁর মেয়ে সামিয়া আক্তার (৭)।
স্থানীয়রা জানান, মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকনের সঙ্গে একই এলাকার আয়নাল মাতুব্বরের বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জেরে রাতে আয়নাল ও তার পরিবারের ওপর এজাজুর রহমান আকনের লোকজন হামলা চালায়। এতে একটি বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করা হয়। এতে শিশুসহ আহত হয় তিনজন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
আহত আয়নাল মাতুব্বর বলেন, রাতে হঠাৎ করে প্রতিপক্ষ এজাজুর রহমান আকনের লোকজন হামলা চালায়। তার লোকজনের হামলায় আমরা আহত হয়েছি।
আরও পড়ুন: বেনাপোলে বোমা হামলায় সন্ত্রাসী আমিরুল নিহত
এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এজাজুর রহমান আকন বলেন, এ ঘটনার সঙ্গে আমি বা আমার পরিবার কোনোভাবে জড়িত না। তৃতীয় একটি পক্ষ আমাদের ওপর মিথ্যে অভিযোগ দিচ্ছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী সাহেব আলী মাতুব্বরকে (৬০) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর থেকে কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এজাজুর রহমান আকন ও নিহত সাহেব আলী মাতুব্বরের বড়ভাই আয়নাল মাতুব্বরের পরিবারের মাঝে বিরোধ লেগেই থাকে।
আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জেআইএম