ফরিদপুরে মূল্যবৃদ্ধিসহ নানা অপরাধে ৮ দোকানির জরিমানা

অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ নানা অপরাধে ফরিদপুরের সালথায় আট দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ মার্চ) সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী এ আদেশ দেন।
অভিযানে মুদি দোকানদার দুলাল মীর, ফজল আলী, মাংস ব্যবসায়ী কুদ্দুস মোল্লা, সাগর ইসলাম, বিল্লাল, লুৎফর, ইরানসহ আট ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী বলেন, বাজার মনিটরিংকালে বিভিন্ন অপরাধে আট ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম