কিশোরগঞ্জের শ্রেষ্ঠ ওসি মাকছুদুল আলম

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৪ মার্চ ২০২৩
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন ওসি মাকছুদুল আলম

কিশোরগঞ্জের শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম। বৃহস্পতিবার (২৩ মার্চ) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করেন কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।

এছাড়া একই কৃতিত্বের জন্য ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) উসমান গণি জেলার শ্রেষ্ঠ এসআই ও ভৈরব সার্কেল এএসপি দেলোয়ার হোসেনকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পুরস্কার দেওয়া হয়েছে।

ওয়ারেন্ট তামিল ও মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় মোহাম্মদ মাকছুদুল আলমকে শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেওয়া হয়। এর আগেও ৯ ফেব্রুয়ারি তিনি একই কৃতিত্বের জন্য শ্রেষ্ঠ ওসির পুরস্কার পান।

এ বিষয়ে ভৈরব থানার ওসি মাকছুদুল আলম বলেন, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, সন্ত্রাস, জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি। সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের নির্দেশনায় ভৈরবকে সব সময় সর্বোচ্চ সেবা দেওয়ার মানসিকতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও ভালো কাজ করার এ ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চাই।


রাজীবুল হাসান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।