বান্দরবানে পাথরচাপায় রোহিঙ্গা যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৪ মার্চ ২০২৩

বান্দরবানে পাথর তুলতে গিয়ে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ মার্চ) সকালে সুয়ালক খালে পাথর উত্তোলন করতে গিয়ে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চিনিপাড়া এলাকায় পাথর উত্তোলন করে আসছিলেন ওই ব্যক্তি। সকালে পাথর উত্তোলনকালে পাথরচাপায় রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। তাকে বেলা ১১টার দিকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. নূর নামে এক শ্রমিক জানান, সুয়ালকের চিনি পাড়ায় পাথর উত্তোলন কাজ করতে এসেছেন তিনি। সকালে পাথর উত্তোলন করতে একজন শ্রমিক আহত হয়েছে।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম জানান, পাথর উত্তোলন করতে গিয়ে একজন নিহতের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

নয়ন চক্রবর্তী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।