বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

বান্দরবানের থানচি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার থানচি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
থানচি ফায়ার স্টেশনের সাব অফিসার মো. ইসমাইল মিয়া জানান, সকাল সাড়ে ৮টার দিকে থানচি বাজারের টিএন্ডটি পাড়ার একটি চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় পাশের আলিকদম থেকেও ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: কোন আগুন কীভাবে নেভাতে হয়?
থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা জানান, বাজারের দক্ষিণ কোন থেকে আগুনের সূত্রপাত হয়। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। ইতোমধ্যে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর জানান, আগুনের তীব্রতা বেশি হওয়ায় ক্ষতিগ্রস্ত দোকানের সংখ্যা অনুমান করা এ মুহূর্তে সম্ভব নয়। বিস্তারিত পরে জানা যাবে।
নয়ন চক্রবর্তী/আরএইচ/এএসএম