মোটরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ফাইল ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় পানি তোলার জন্য মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাকিল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিল বলিপাড়া গ্রামের মো. মোশারেফ হোসেনের ছেলে এবং লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
নিহত শাকিলের মামা মো. সবুজ জানান, সকালে গোয়াল ঘর পরিষ্কারের জন্য ট্যাংকিতে পানি তুলতে যায় শাকিল। এ সময় এ দুর্ঘটনার শিকার হয় সে। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
আসাদুজ্জামান মিরাজ/এফএ/জেআইএম