হাসপাতালের টয়লেটে নবজাতক রেখে পালালো মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৯:১২ পিএম, ২৫ মার্চ ২০২৩

নীলফামারীর জলঢাকায় প্রসবের পর নবজাতককে হাসপাতালের টয়লেটে রেখে পালিয়েছে এক কিশোরী মা। বর্তমানে নবজাতকটিকে হাসপাতালের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

হাসপাতালের টয়লেটে নবজাতক রেখে পালালেন মা

প্রাথমিকভাবে জানা গেছে, পালিয়ে যাওয়া ওই কিশোরীর বয়স ১৪ বছর। 

হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে আসে ওই কিশোরী। তবে ইমারজেন্সি রুমে কিছু না বলে টয়লেটে চলে যায় সে। একটু পরে সেখানে বাচ্চা প্রসব হলে লোকজনের ভিড় হয়। একপর্যায়ে পালিয়ে যায় ওই কিশোরী। পরে হাসপাতালের সিনিয়র নার্স ও দায়িত্বরত চিকিৎসকরা শিশুটিকে উদ্ধার করেন। শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হাসপাতালের টয়লেটে নবজাতক রেখে পালালেন মা

জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মেজবাহুর রহমান জাগো নিউজকে বলেন, ‘দুপুরে ওই কিশোরী প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে আসে। তবে সে হাসপাতালে ভর্তি না হয়ে টয়লেটে চলে যায়। সেখানে প্রসবের পর বাচ্চা রেখে পালিয়েছে।

হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসান মো. রেজাউনুল কবীর জাগো নিউজকে বলেন, নবজাতকটি আমাদের তত্ত্বাবধানে আছে। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

রাজু আহম্মেদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।