আওয়ামী লীগ নেতা ও তার ভাইয়ের বাড়িতে মিললো চোরাই মোটরসাইকেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১০:২২ পিএম, ২৫ মার্চ ২০২৩
এই চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়

ফরিদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা ও তার স্বজনের বাড়ি থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ওই আওয়ামী লীগ নেতার নাম মফিজ মোল্লা। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি। আর বাকি যাদের বাড়ি থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে তারা হলেন মফিজ মোল্লার ভাই সোহেল মোল্যা এবং চাচাতো ভাই মোস্তাক মোল্লা।

আরও পড়ুন: দুর্নীতির অভিযোগ পিছু ছাড়ছে না যে আওয়ামী লীগ নেতাদের

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান সোহেল ও তার সঙ্গীরা।

স্থানীয় তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. এনায়েত হোসেন জাগো নিউজকে বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। পরে বিষয়টি জানতে পেরেছি। আমার জানামতে মোটরসাইকেলগুলো চোরাই না। তাদের ক্রয় করা। এছাড়া তিনটি মোটরসাইকেলের কাগজপত্র আছে। তারপরও বিষয়টি প্রশাসন ভালো বলতে পারবে।

আরও পড়ুন: বিজয় দিবসকে ‘কলঙ্কময়’ দিন বললেন আওয়ামী লীগ নেতা

এ বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা মফিজ মোল্লার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

বোয়ালমারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিজুর রহমান বলেন, এসআই আব্দুল লতিবের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।