মাদারীপুরে দুই কলেজছাত্রকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১১:৫০ এএম, ২৬ মার্চ ২০২৩

মাদারীপুরের রাজৈরে দুই কলেজছাত্রকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার জাকির মাতুব্বরের ছেলে সৌরভ মাতুব্বর (১৮) ও একই এলাকার শাহাবুদ্দিন শেখের ছেলে নাঈম শেখ (১৮)। দুজন মাদারীপুরের মস্তফাপুর বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, সৌরভ মাতুব্বর, নাঈম শেখসহ তাদের কয়েকজন বন্ধু মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় ঘুরতে যায়। ইফতারের সময় হলে তারা স্থানীয় একটি দোকান থেকে ইফতার কিনে। পরে তারা ওই এলাকার একটি খোলা মাঠে বসে ইফতারি খাওয়ার জন্য। এ সময় ওই এলাকার সিফাত বেপারীসহ তার সহযোগীরা মাঠ থেকে সৌরভ ও তার বন্ধুদের চলে যেতে বলে। সৌরভ ও তার বন্ধুরা বলেন ইফতার শেষ করেই চলে যাবো। এতে করে সিফাত র্যাপারি ক্ষিপ্ত হয়ে উঠেন। কিছুক্ষণ পর সিফাত ব্যাপারী ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যান।

পরে স্থানীয়রা আহত অবস্থায় সৌরভ ও নাঈমকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার মো. ফয়জুর রহমান বলেন, সৌরভের মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। নাঈমের ঘাড়ে ছোট আঘাত রয়েছে। তারা হাসপাতালে ভর্তি আছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।