বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০২:৪১ পিএম, ২৬ মার্চ ২০২৩

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (২৬ মার্চ) বেলা সোয়া ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার বি এম মাহবুবুর রহমান ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর ইউকে পিলাইয়ের হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় বিএসএফ-এর পক্ষ থেকে বিজিবিকে শুভেচ্ছা জানানো হয়। পরে দুই বাহিনীর পক্ষে একে অপরের কুশল বিনিময় করেন। এসময় বিজিবি ও বিএসএফ-এর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে ভারতের পতিরাম ৬১ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক, স্টাফ অফিসার ও বিভিন্ন ক্যাম্প কমান্ডারের জন্য সর্বমোট ৫ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার বি এম মাহবুবুর রহমান জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

মো. মাহাবুর রহমান/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।