রাঙ্গামাটি রিপোর্টার্স ফোরামের যাত্রা শুরু

জাগো নিউজের জেলা প্রতিনিধি সাইফুল হাসানকে সভাপতি ও ঢাকা পোস্টের মিশু মল্লিককে সাধারণ সম্পাদক করে রাঙ্গামাটি রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) নামে সাংবাদিকদের নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।
রোববার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে দৈনিক পার্বত্য চট্টগ্রাম কার্যালয় মিলনায়তনে কমিটি গঠনের মধ্যদিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।
সাত সদস্যবিশিষ্ট এ কমিটিতে দৈনিক শেয়ার বিজ প্রতিনিধি কাইমুল ইসলাম ছোটনকে কোষাধ্যক্ষ এবং দৈনিক পার্বত্য চট্টগ্রামের নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসানকে প্রচার ও দপ্তর সম্পাদক করা হয়েছে।
সাইফুল উদ্দীন/এসআর/জেআইএম