স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকে মারধর, বহিষ্কার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৯:১০ এএম, ২৭ মার্চ ২০২৩

বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস সরদারের ওপর হামলার ঘটনায় তিনজন আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ব্যাপারী স্বাক্ষরিত চিঠিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক পলাশ তালুকদার, শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আমিরুল ইসলাম রিয়াজ ও বামরাইল ইউনিয়ন যুবলীগের সদস্য জসিম উদ্দিন রুবেলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ

এ বিষয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ব্যাপারী বলেন, উপজেলা পরিষদের সামনে যে ঘটনা ঘটেছে তা দুঃখ জনক। প্রাথমিকভাবে তিনজনকে বহিষ্কার করা হয়েছে। তদন্তকরে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রোববার সকালে উপজেলা পরিষদের সামনে সংসদ সদস্য মো. শাহে আলমের সামনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস সরদারকে কিল ঘুষি মেরে আহত করেন দলীয় প্রতিপক্ষের লোকজন।

শাওন খান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।