অর্ধেকে নামলো বেগুন-লেবুর দাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২৭ মার্চ ২০২৩

শরীয়তপুরে কমতে শুরু করেছে সবজির দাম। গত দুই-তিন দিন কাঁচা পণ্যের আকাশ ছোঁয়া দাম থাকলেও আজ কয়েকটি কাঁচা পণ্যের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। কমেছে বেগুন, শসা ও টমেটোর দাম।

সোমবার (২৭ মার্চ) সকালে শরীয়তপুরের আংগারিয়া বাজার ঘুরে দেখা যায়, বেগুন পাইকারি বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা কেজি দরে। যা খুচরায় ৬০-৭০ টাকা নিচ্ছেন বিক্রেতারা। তবে রমজানের প্রথম তিন দিন বেগুনের খুচরা মূল্য ছিল ১২০ টাকা।

এছাড়া লেবুর হালি পাইকারি বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা। খুচরা দাম ৩৫-৪০ টাকা। এর আগে লেবুর হালি ছিল ৬০-৭০ টাকা। প্রতি কেজি কাঁচামরিচ পাইকারি বিক্রি হচ্ছে ৬০ টাকা। তিন দিনের ব্যবধানে ১০ টাকা কমে খুচরা বিক্রি হচ্ছে ৮০ টাকা। শসা খুচরা ৫০-৫৫ টাকা, টমেটো ৫ টাকা কমে ২০, ঢ্যাঁড়স ৬০-৭০, করলা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে পটোলের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৬০ টাকা হয়েছে।

jagonews24

আরও পড়ন: ৪০ টাকার বেগুন ১২০

আংগারিয়া বাজারের সবজি বিক্রেতা মেরাজ খান বলেন, ‘সরবারহ বেশি এবং রোজার প্রথম তিনদিনের তুলনায় চাহিদা কমে গেছে। ফলে সবজির দাম কমেছে। বেগুনের দাম তো অর্ধেকে নেমে গেছে।’

বাজার করতে আসা নাঈম ব্যাপারী বলেন, ‘বাজার করতে ডর লাগে। কোনটার দাম যে কখন বেড়ে যায় তার কোনো ঠিক নাই। গত দু-তিন দিনের তুলনায় আজ দাম কম। এরপরও এ দাম আমাদের মতো সাধারণ মানুষের জন্য বেশি হয়ে যাচ্ছে।’

এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র জাগো নিউজকে বলেন, 'জেলা প্রশাসকের নির্দেশে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করছি। ন্যায্য দামে যাতে ব্যবসায়ীরা পণ্য বিক্রি করে সে বিষয়ে তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। ফলে বাজার স্বাভাবিক আছে।’

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।