নিরাপত্তা ঝুঁকিতে হিলি চেকপোস্টের আনসার সদস্যরা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ১০:০৯ এএম, ২৭ মার্চ ২০২৩

দিনাজপুরের হিলি চেকপোস্টে আনসার সদস্যকে লাথি মেরে ভারতীয় অবৈধ মালামালের ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই স্থানে দায়িত্ব পালন নিয়ে আনসার সদস্যরা শঙ্কিত।

রোববার (২৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে হিলি কাস্টমসের পাসপোর্ট শাখায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম দিনার হোসেন। তিনি হিলি বাজারের স্থানীয় বাসিন্দারা।

দায়িত্বরত আনসার সদস্য মাসুদ রানা বলেন, পাসপোর্টধারী ভারত ফেরত যাত্রীরা দেশে ফেরার সময় তাদের মালামাল বা লাগেজ নিয়ে আসেন সেগুলো চেকিং এর আওতায় আনার দায়িত্ব পালন করি।

দুপুরে দায়িত্ব পালনকালে দিনার নামের এক ব্যক্তি ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীর দুটি ব্যাগ চেকিং না করেই নিয়ে যাচ্ছিলেন। এসময় আমি ব্যাগ দুটি আটকানোর চেষ্টা করি এসময় আমাকে ধাক্কা দিয়ে ও লাথি মেরে ফেলে দিয়ে ব্যাগগুলো নিয়ে চলে যান। পরে বিষয়টি কাস্টমস কর্মকর্তাদের অবহিত করি।

তিনি আরও বলেন, আমরা কাস্টমসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছি কিন্তু আজ আমাদের নিজেদেরই নিরাপত্তা নেই।

বিষয়টি নিয়ে হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সুকান্ত দাস বলেন, ভারত থেকে যেসব পাসপোর্ট যাত্রী দেশে প্রবেশ করেন আনসার সদস্যরা তাদের কাস্টমসের ভেতরে পৌঁছানোর কাজ করেন। দিনার নামের ওই ব্যক্তি তিনমাস আগে কাস্টমস কর্মকর্তাদের হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছিল।

জানতে চাইলে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কাস্টমস কর্তৃপক্ষ বা আনসার সদস্যদের পক্ষে থানায় মামলা বা অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নিব।

মো. মাহাবুর রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।