লক্ষ্মীপুরে ইয়াবাসহ গ্রেফতার যুবকের ৫ বছর কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৭ মার্চ ২০২৩

লক্ষ্মীপুরের রায়পুরে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ইসমাইল হোসেন লিমনকে (২৫) ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৭ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এতে আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত লিমন রায়পুর পৌরসভার দক্ষিণ কেরোয়া এলাকার জাকির হোসেন লিটনের ছেলে।

আদালত ও এজাহার সূত্র জানায়, ২০১৮ সালের ২১ মে রায়পুর ল্যাংড়া বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে লিমনকে আটক করে পুলিশ। তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় একই দিন রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) জামশেদ আহমেদ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে লিমনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরদিন তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সৌপর্দ করা হয়।

২০১৮ সালের ২৩ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা ও রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আ ন ম এরশাদ দৌলা আদালতে লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

কাজল কায়েস/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।