মেয়েকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে স্বামী-স্ত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১০:৫৬ এএম, ২৮ মার্চ ২০২৩

ঝিনাইদহের কালীগঞ্জে শ্যালো ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মাছবোঝাই পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানে থাকা আরও তিনজন।

মঙ্গলবার (২৮ মার্চ) ভোর ৬টার দিকে কালীগঞ্জ শহরের ঢাকা-খুলনা সড়কের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিনাইদহ সদরের বিষয়খালী গ্রামের ছাবদার আলী ও তার স্ত্রী পারভীনা বেগম। আহতরা হলেন তাদের মেয়ে সাথী খাতুন, ভ্যানচালক আব্দুল করিম ও এক শিশু। তাদের উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল কবির দুর্ঘটনায় হতাহতের ব্ষিয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে ফজরের নামাজ পড়ে ভ্যানযোগে মেয়েকে যশোরে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলেন ছাবদার আলী। এসময় তার সঙ্গে স্ত্রী পারভীনা বেগমও ছিলেন। ভ্যানটি কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে পৌঁছালে পেছন থেকে আসা মাছবোঝাই একটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পারভীনা খাতুন।

গুরুতর আহত অবস্থায় ছাবদার আলীসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ছাবদার আলীর অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।