শিশু ধর্ষণচেষ্টার দায়ে ২ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২৮ মার্চ ২০২৩

নাটোরের বড়াইগ্রামে শিশু ধর্ষণচেষ্টার দায়ে দুজনের যাবজ্জীবন ও একজনের ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।

নাটোর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- বড়াইগ্রাম উপজেলার ঢুলিয়া মোল্লাপাড়া মহল্লার আব্দুর করিমের ছেলে সোহাগ, একই গ্রামের নিজামের ছেলে সাগর। আর ১০ বছরের দণ্ডপ্রাপ্ত রনি আকাইলী প্রামাণিকের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১০ এপ্রিল রাতে বড়াইগ্রাম উপজেলার ঢুলিয়া মোল্লাপাড়া এলাকায় একটি সালিশ চলাকালে সোহাগ সেখানে অবস্থান করা এক শিশুকে ডেকে নিয়ে যায়। পরে তারা ওই শিশুকে ধর্ষণচেষ্টা চালান। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তিনজনই পালিয়ে যান। মেয়েটির মা বাদী হয়ে মামলা করেন। আদালত মামলার তদন্তভার বড়াইগ্রাম থানা পুলিশকে দেন। তদন্ত শেষে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দেয়।

দীর্ঘ সাতবছর পর মামলার সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় বিচারক অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডাদেশ দিয়েছেন।

রেজাউল করিম রেজা/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।