ফলের দোকানসহ ৬ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অভিযান চালিয়ে দুটি ফল ও একটি ওষুধের দোকানসহ ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার হাজিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন
ভোক্তা অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) নুর হোসেন। এ সময় লক্ষ্মীপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা মনির হোসেনও উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইফাজ মেডিকেল হলকে ৮ হাজার টাকা, ভাই ভাই ফল বিতানকে ২ হাজার টাকা, সিটি বেকারিকে ৩ হাজার টাকা, ভাই ভাই কনফেকশনারিকে ৩ হাজার টাকা, নিউ মদিনা হোটেলকে ৮ হাজার টাকা ও রিয়াজ ফল বিতানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিদপ্তর সূত্র জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ক্ষমতাবলে হাজিরহাট বাজারে অভিযান চালানো হয়। এতে মূল্যবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ইফাজ মেডিকেল হলকে জরিমানা করা হয়েছে। এছাড়া মূল্য তালিকা, পণ্যে মূল্য ও মেয়াদের তারিখ না থাকায় দুটি ফল দোকান, একটি বেকারি, একটি কনফেকশনারি ও একটি খাবার হোটেলকে জরিমানা করা হয়। একই সঙ্গে মাংসের দোকান, মুরগির দোকান, ফলের দোকান, কাপড়ের দোকান, জুতার দোকান এবং মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা মনির হোসেন জাগো নিউজকে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনজনিত অপরাধে প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির জন্য সতর্ক করা হয়েছে।
কাজল কায়েস/এসজে/এমএস