কোমলপানীয় ভেবে কীটনাশক পান, হাসপাতালে শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৮ মার্চ ২০২৩

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কোমলপানীয় ভেবে জিম আক্তার নামে ১০ বছরের এক শিশু কীটনাশক পান করেছে। এতে গুরুতর অসুস্থ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা সদরের মাজাট গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মো. আব্দুল আলিমের মেয়ে।

জিমের বাবা আব্দুল আলিম জাগো নিউজকে জানান, ঘরের চালে পরিত্যক্ত বোতলে ক্ষেতে ব্যবহারের কীটনাশক ঝুলিয়ে রাখা ছিল। জিম তা নামিয়ে কোমলপানীয় ভেবে পান করে। এসময় কীটনাশকের গন্ধ ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শিরুজ্জামান জাগো নিউজকে বলেন, পাকস্থলী ওয়াশ করার পর শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থা উন্নতির দিকে হলেও পরবর্তী ২৪ ঘণ্টা না গেলে কোনো মন্তব্য করা যাবে না।

আহসানুর রহমান রাজীব/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।