নদীর ইলিশ পুকুরে (ভিডিও)


প্রকাশিত: ১১:৪৮ এএম, ০৪ মার্চ ২০১৬

শরীয়তপুরের আংগারিয়া ইউনিয়নের চরচটাং গ্রামের মাদবর বাড়ির পুকুরে নদীর ইলিশ মাছের সন্ধান পাওয়া গেছে। রূপালী মাছ খ্যাত ইলিশ এখন পুকুরে। শুক্রবার দুপুর ১২টায় পুকুরে মাছ ধরার সময় জালে বেশ কয়েকটি ইলিশ ধরা পড়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চরচটাং গ্রামে হাবিবুর রহমান মাদবরের ছেলে সাইফুল মাদবর দুই দিন আগে পুকুরে জাল দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরতে গিয়ে জালের সঙ্গে একটি বড় মাপের ইলিশ ধরা পড়ে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়লে পুকুরের মালিক হাবিবুর রহমান মাদবর ঘটনার সত্যতা জন্য পুনরায় পুকুরে জেলে দিয়ে মাছ ধরেন। সে সময়ও জালে বেশ কয়েকটি ইলিশ মাছ উঠে আসে এবং পুকুরে পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Elis

এ ব্যাপারে হাবিবুর রহমান মাদবর জানান বলেন, গত বছর মাছ চাষ করার জন্য আমার এই পুকুরটি ড্রেজার দিয়ে খনন করেছিলাম। পরবর্তীতে আড়িয়াল খাঁ নদী থেকে দমকল দিয়ে পুকুরে পানি দিয়েছিলাম। মনে হয় ওই দমকলের মাধ্যমেই ইলিশের রেনু এসেছিল পুকুরে।

Elis

শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা জাগো নিউজকে জানান, মাছের সাইজ, সেপ এবং গন্ধ দেখে মনে হচ্ছে ইলিশ মাছ। এটা প্রকৃত ইলিশ কিনা তা প্রমাণের জন্য চাঁদপুর ইলিশ গবেষণা কেন্দ্রে পাঠাতে হবে। প্রাথমিকভাবে পুকুরে ইলিশ মাছের চাষ সম্ভব কিনা তা গবেষণা চলছে। যদি পুকুরে ইলিশের চাষ সম্ভব হয় তাহলে আমরা এখান থেকেই যাত্রা শুরু করবো।



ছগির হোসেন /এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।