কালিগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৪ এএম, ২৯ মার্চ ২০২৩

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে পুকুরে ডুবে মধুমিতা বিশ্বাস (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মধুমিতা উপজেলার নলতা ইউনিয়নের ইছাপুর গ্রামের তিলক বিশ্বাসের মেয়ে।

মধুমিতা বিশ্বাসের মামা মাধব পাল জাগো নিউজকে জানান, পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে প্রায় এক বছর ধরে তার বোন একমাত্র মেয়েকে নিয়ে তাদের বাড়ি শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে বসবাস করেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় মধুমিতা। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সাড়ে ১২টার দিকে পুকুরের পানিতে মধুমিতাকে ভাসতে দেখেন তার মা। এসময় দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত বলে ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান জাগো নিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহসানুর রহমান রাজীব/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।