সাতক্ষীরা সীমান্তে ১৬ বাংলাদেশিকে আটক
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে নারী-শিশুসহ ১৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুরে সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে সাতজন নারী, সাতজন পুরুষ ও দুইজন শিশু। খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে এদের বাড়ি।
আটকরা জানান, কাজের সন্ধানে তারা ভারতে গিয়েছিল। দেশে ফেরার পথে অবৈধভাবে প্রবেশের দায়ে বিজিবি তাদের আটক করে।
বিজিবি সাতক্ষীরা-৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন জানান, অবৈধভাবে দেশে প্রবেশের সময় ১৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের থানায় হস্তান্তর করা হবে।
এআরএ/এমএস