ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত

ফাইল ছবি
ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় আল আমিন নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে শহরের আরাপপুরে এ দুর্ঘটনা ঘটে।
আল আমিন সদর উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার রউফ মোল্লা জানান, ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী ইজিবাইক আরাপপুরের কুদ্দুস অটোর সামনে থেকে ঘুরাতে গেলে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই ইজিবাইকচালক আল আমিনের মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুর পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জিকেএস