কুমিল্লায় দুই হাসপাতাল সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২৯ মার্চ ২০২৩

লাইসেন্স না থাকায় কুমিল্লা নগরীতে হাসপাতাল পরিচালনার দায়ে দুই প্রতিষ্ঠানকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে চার লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৯ মার্চ) দুপুরে নগরীর শাকতলা ও রেইসকোর্স এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কো-অর্ডিনেটর ডা. মেহেদী হাসান ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আশুলিয়ায় দুই ডায়াগনস্টিক-হাসপাতাল সিলগালা

কানিজ ফাতেমা জানান, শাকতলা এলাকায় নিউ সিটি হাসপাতাল নামের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দীর্ঘদিন লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাসপাতালটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে স্পর্শকাতর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনা করায় কর্তৃপক্ষকে দুই লাখ জরিমানা করা হয়।

অপরদিকে নগরীর রেইসকোর্সে কমফোর্ট হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কোনো লাইসেন্স না থাকায় হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে। অনিয়মের দায়ে তাদের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।