‘আশিক বিয়ে না করলে আমার কী হবে?’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১:৪৪ এএম, ৩০ মার্চ ২০২৩
ছবিতে কালো বোরকা পরিহিত কিশোরীই অনশনরত ছাত্রী

সিরাজগঞ্জের চৌহালীতে বিয়ের দাবিতে প্রেমিক আশিকের (১৮) বাড়িতে অনশনে বসেছে নবম শ্রেণির এক শিক্ষার্থী।

বুধবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার খাষকাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। প্রেমিক আশিক একই গ্রামের আবু সাইদ মণ্ডলের ছেলে।

বিয়ের দাবিতে অনশনে থাকা ওই শিক্ষার্থী জাগো নিউজকে জানায়, ২০২২ জেএসসি পরীক্ষা দিতে গিয়ে আশিকের সঙ্গে তার পরিচয় হয়। এরপর মোবাইলফোনের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই একপর্যায়ে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেন আশিক।

ওই ছাত্রী বলে, ‘আমাদের প্রেমের বিষয়টি দুই পরিবারের লোকজনই জানে। তবে কিছুদিন ধরে আশিক আর আমার সঙ্গে যোগাযোগ করছে না। এজন্য নিরুপায় হয়ে বিয়ের জন্য তার বাড়িতে এসেছি। কিন্তু আশিক বাড়ি থেকে পালিয়ে গেছে। এখন ও বিয়ে না করলে আমার কী হবে?’

স্থানীয় ইউপি সদস্য শাহিন শিকদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়েটি পাশের ভুমুরিয়া গ্রামের বাসিন্দা। নবম শ্রেণিতে পড়ে। বিয়ের দাবিতে ছেলের বাড়িতে এসেছে। কিন্তু ছেলে বাড়িতে নেই। এ বিষয় নিয়ে উভয়পক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে, প্রেমের সম্পর্কের বিষয়টি অস্বীকার করে আশিকের বাবা আবু সাইদ মণ্ডল বলেন, আমার ছেলে ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক করেনি। যদি প্রেম করত তাহলে সে বাড়ি থেকে চলে যেত না।

এ বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জাগো নিউজকে বলেন, বিয়ের দাবিতে শিক্ষার্থীর অনশনের বিষয়টি জানা নেই। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এম এ মালেক/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।