স্কুলছাত্রীকে চড় মেরে কারাগারে বখাটে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ৩০ মার্চ ২০২৩

মাদারীপুরে স্কুলছাত্রীকে লাঞ্ছিত করার অপরাধে ফয়সাল মোল্যা নামের এক বখাটেকে ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ফয়সাল মোল্যা (২৫) সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর এলাকার মৃত জলিল মোল্যার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত, শিক্ষার্থী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী পশ্চিম রঘুরামপুর এলাকার এন্তাজদ্দিন খান পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন ফয়সাল মোল্যা। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ভেতরে গিয়ে আবারও উত্ত্যক্ত করেন। স্কুলছাত্রী এর প্রতিবাদ করলে বখাটে ফয়সাল তাকে চড় মারেন।

এসময় ওই ছাত্রী চিৎকার করলে বিদ্যালয়ের শিক্ষকসহ অন্যরা ফয়সাল মোল্যাকে আটক করে পুলিশে খবর দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন তাকে ছয়মাসের কারাদণ্ড দেন।

ইউএনও মো. মাইনউদ্দিন বলেন, ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।