খাদ্যনালীতে জর্দা আটকে প্রাণ গেলো শিশুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ৩০ মার্চ ২০২৩

বগুড়ার ধুনটে খাদ্যনালীতে পান খাওয়ার জর্দা আটকে সানজালা খাতুন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

সানজালা খাতুন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামের শাহ আলমের মেয়ে।

পারিবারিক সূত্র জানায়, বুধবার ইফতারের আগে শিশুটির মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। বাবা ছিলেন বাড়ির বাইরে। এসময় পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি ঘরের ভেতর ঢুকে খাটের নিচে রাখা পানের বাটা থেকে জর্দা খেতে থাকে। একপর্যায়ে খাদ্যনালীতে জর্দা আটকে শিশুটি শ্বাস কষ্টে অচেতন হয়ে পড়ে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১১টার দিকে শিশুটির মৃত্যু হয় ।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, শিশুটির শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল। দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বগুড়া শজিমেকে স্থানান্তর করা হয়।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহমেদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।