দিনাজপুরে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে বাইকের ২ আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১০:৩৪ এএম, ৩১ মার্চ ২০২৩

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের বেকিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার ফতেজাংপুর ইউনিয়নের ডাঙ্গারহাট গ্রামের গোলজার হোসেন (৪০) ও খানসামা উপজেলার গোহালডিহি গ্রামের ফজলে রাব্বাী দুলাল (৪০)।

দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল জাগো নিউজকে বলেন, দুজন মোটরসাইকেলে বেকিপুল বাজারে যাচ্ছিলেন। এ সময় সৈয়দপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থাকা দুজনই মারা যান। চালক মাইক্রোবাস ফেলে পালিয়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জাগো নিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন মারা যাওয়ার বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এমদাদুল হক মিলন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।