টিনশেড ঘরে ধসে পড়লো নির্মাণাধীন ভবনের দেওয়াল, শিশু নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:৩৯ এএম, ৩১ মার্চ ২০২৩
ফাইল ছবি

গাজীপুরে টিনশেড ঘরে নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে পড়ে মুশফিক নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত চারজন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দিনগত রাত ১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুশফিক রাজশাহীর মোস্তাফিজুর রহমানের ছেলে। আহতরা হলেন- রুবেল (৩০), মোছা. মুক্তা (২৫), মো. জাহিদুল ইসলাম (২৮) ও শহীদুল ইসলাম (২২)।

এলাকাবাসী জানায়, রিপন গার্মেন্টসের মালিক মো. ফারুক আহমেদের নির্মাণাধীন পঞ্চম তলা ভবনের কাজ চলছিল। রাতে ওই নির্মাণাধীন ভবনের তিন তলার দেওয়াল ধসে পাশের মো. বাচ্চু খানের টিনশেডে পড়ে। এতে মুশফিক ও তার মা মোছা. মুক্তাসহ ওই ভাড়া বাসার পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মুশফিক মারা যায়।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ জাগো নিউজকে বলেন, দেওয়াল ধসে এক শিশু মারা গছে। আহত হয়েছে চারজন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে সকাল পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।

আমিনুল ইসলাম/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।