ইফতারে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ৩১ মার্চ ২০২৩

নোয়াখালীতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহারসহ অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি করায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে মাইজদীর টোকিও কাবাব হাউজ ও মোহাম্মদীয়া হোটেলে এ অভিযান চালান ভোক্তা অধিকারের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।

তিনি জাগো নিউজকে বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠান দুটিতে অভিযান চালিয়ে ইফতারে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়। পরে টোকিও কাবাব হাউজকে ১০ হাজার এবং মোহাম্মদীয়া হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও অন্যান্য ব্যবসায়ীদের রমজানে ইফতার সামগ্রীতে যাতে কোনো ধরনের ভেজাল কিছু না দেওয়া হয় সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

অভিযানের সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলীসহ সুধারাম মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।