হারানোর আধা ঘণ্টায় ৩৯ নতুন রিকশা পেয়ে মধুর সংকটে চালক

ঠাকুরগাঁওয়ে রিকশা চুরি যাওয়ার পর ৩৯ জন রিকশা কিনে দিতে চেয়েছেন চালক তফিজুলকে। এ ঘটনায় কোনটা রেখে কোনটা নেবেন এমন মধুর সংকটে পড়তে হয় এই রিকশাচালককে।
শুক্রবার (৩১ মার্চ) বিকেলে আসরের নামাজ পড়তে গেলে শহরের হাজীপাড়া ফেয়ার হাসপাতালের সামনে রাখা তফিজুল ইসলামের অটোরিকশাটি চুরি হয়ে যায়। জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে কান্নাকাটি শুরু করেন তিনি। তবে ঘটনাটি ফেসবুকে প্রচারের পর আধা ঘণ্টার মধ্যেই ৩৯ ব্যক্তি তাকে রিকশা কিনে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে যোগাযোগ করেন।
জানা গেছে, তফিজুলের রিকশা হারানোর পর তার কান্নার ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেন জাগো নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু। এরপর থেকেই যোগাযোগ শুরু করেন সমাজের মানবিক মানুষেরা। আধা ঘণ্টায় ৩৯ জন মানুষ রিকশা কিনে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এতে করে উপস্থিত অনেকেই বিস্মিত হয়ে পড়েন।
রিকশাচালক তফিজুল ইসলাম ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার নেকমরদ দিঘিয়া পারকুন্ডা গ্রামের বাসিন্দা।
তিনি বলেন, আমি দিনমজুর রিকশাচালক। আমার চারটি মেয়ে রয়েছে। দুই মেয়ের বিয়ে দিলেও আরও দুই মেয়ে ও স্ত্রীসহ আমার চার সদস্যের সংসার। এই সংসারে আমি একমাত্র কর্মক্ষম ব্যক্তি। লোনের ওপর নেওয়া রিকশাটি ছিল আমার একমাত্র অবলম্বন। আজ আসরের নামাজ পড়তে রিকশা রেখে একটি হাসপাতালের নিচতলার জামাতে শরিক হই। তবে বের হয়ে দেখি রিকশাটি আর নেই।
রিকশা কিনে দিতে চেয়েও সুযোগ না পাওয়া সমাজসেবক সামসুজ্জোহা জানান, সমাজে ভালো মানুষ আর নেই, এ যেন আমাদের নিত্য প্রবাদ হয়ে দাঁড়িয়েছে। তবে এখনও সমাজের একটি বড় অংশই যে মানবিক, তার প্রামণ পাওয়া গেলো এই ঘটনাকে কেন্দ্র করে।
তানভীর হাসান তানু/এফএ/এএসএম